মাহমুদুল হাসান ফাহাদ-বিশেষ প্রতিনিধি।।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ৪৩তম ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ভোলা জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার ১৭ই মে ভোলা জেলা পরিষদের অডিটোরিয়াম হলে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার দোস্ত মাহমুদের সভাপতিত্বে, উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ভোলা সদর আসনের মাননীয় সংসদ সদস্য তোফায়েল আহমেদ এমপি।
এসময় তোফায়েল আহমেদ তার বক্তব্য বলেন
“বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যাতে দেশে ফিরে না আসতে পারে সেজন্য অনেক অপচেষ্টা হয়েছিলো। আমরা শেখ হাসিনাকে নিয়ে গর্ব করি। সেদিন খুব ঝড়-বৃষ্টি ছিলো। আমরা স্লোগান দিয়েছিলাম- ‘ঝড়-বৃষ্টি আধার রাতে, শেখ হাসিনা আমরা আছি তোমার সাথে।’ মৃত্যুর দিন পর্যন্ত আমরা শেখ হাসিনার সাথে থাকবো।”
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে বিএনপি কে উদ্দেশ্য করে তোফায়েল আহমেদ বলেন, যথাসময়ে বর্তমান সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে।বিএনপি এ নির্বাচনে অংশগ্রহণ না করলে আস্তাকুড়ে পতিত হবে।
এসময় বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুল মোমিন টুলু, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, যুগ্ন সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নকিব,ভোলা পৌরসভার মেয়র মনিরুজ্জামান মনির, ডঃ তাসলিমা আহমেদ জামান মুন্নি ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলী নেওয়াজ পলাশ প্রমুখ।
সদর উপজেলা আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত জেলা আওয়ামী লীগ সহ সভাপতি সৈয়দ আশরাফ হোসেন লাভু, যুগ্ন সাধারণ সম্পাদক এনামুল হক আরজু, শফিকুল ইসলাম সহ জেলা ছাত্রলীগ, যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ সহ জেলা আওয়ামী লীগের অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।