মশিউর রহমান –
হঠাৎ করেই লোকটি ব্যস্ততার ভাব নিয়ে খুব সম্ভবত কিছু একটা করার সুযোগ খুজছে, কারো মাধ্যমে জানতে পারলাম তিনি একজন মিডিয়া ব্যাক্তিত্ব এবং তিনি আমাদের প্রিয় নেত্রী মারুফা আক্তার পপির স্বামী। তিনি কেমনে কিভাবে আমার সাথে গল্প জুড়ে দিলেন, আমি খুব মনোযোগ দিয়ে তার গল্প শুনে যাচ্ছি।
ক্লান্তি আসেনি,কারণ এরকম মানুষদের সাথে কথা বলতে গিয়ে বাইরে সময় দিতে গিয়ে ঘরের বাইরে বেশী সময় কেটে যায়, তবুও নিজেকে গুটিয়ে নিতে পারি না-
সেদিন ছিল নভেম্বর মাস , পপি আপা বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হয়ে নিজ এলাকায় এসেছে, তাকে ঘিরে সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিলো।
যদিও অত্যান্ত দুঃখের সাথে বলতেই হয়;জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগ সেই অনুষ্ঠানের আয়োজন করেনি।
যা হোক, যা বলতে চাচ্ছি,
আমি সেদিন থেকেই অধ্যাপক জুনায়েদ হালিম এর একজন ফ্যান হয়েছিলাম।
তারপর দেখলাম তিনি অসংখ্য টকশো করতে করতে এখন একজন নিয়মিত টকশো ব্যাক্তিত্বের পরিচয় বহন করেন।
তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফিল্ম এন্ড টেলিভিশন ডিপার্টমেন্টের।
আমি অপেক্ষা করছিলাম তিনি ফিল্ম এন্ড টেলিভিশন নিয়ে কি কাজ করেন?
আমি আগের কাজ সম্পর্কে জানতাম না যদিও।
কিন্তু এইবার দেখলাম –
যদিও বেশকিছু দিন ধরে খেয়াল করছিলাম তিনি এফবিতে নিয়মিত মায়া- দা লস্ট মাদার নিয়ে পোস্ট দিতো।
আমি নিয়মিত লাইক দিয়ে যেতাম।
উনার জন্মদিন গেছে ২৫ নভেম্বর/২০ আর শ্রেষ্ঠ সম্পাদক ক্যাটাগরিতে জাতীয় পুরস্কার পেলেন ৬ ডিসেম্বর/২০
অসাধারণ জন্মদিনের উদাহরণ।
এ পর্যন্ত তিনি তিনবার জাতীয় পুরস্কার পেলেন। ২০০৪ শঙ্খনাদ, ২০০৯ বৃত্তের বাইরে এবং এবার মায়া দা লস্ট মাদার (২০১৯)চলচ্চিত্র সম্পাদনার জন্য শ্রেষ্ঠ সম্পাদক এর জাতীয় পুরস্কার পেলেন।
অভিনন্দন, শ্রদ্ধা, ভালোবাসা এবং শুভকামনা রইলো।
আমি অনেক দিন থেকে ভাবছিলাম, একটা ওয়েব পোর্টাল বানাবো ওয়েব জার্নালিজম করার জন্য।
কেন জানি উনাকে উপদেষ্টা হবার প্রস্তাব দিলাম,
আমি সৌভাগ্যবান তিনি নিরাশ করেন নি।
তবে অনেক চমৎকার পরামর্শও দিয়েছেন।
আমার মনে হচ্ছে, আমি যোগ্য মানুষ নির্বাচন করতে ভুল করেনি বিশেষ করে জার্নালিজম এর মতো বিষয় নিয়ে।
এমন একজন যোগ্য ব্যাক্তি আমাদের ওয়েব পেজ/ ওয়েব জার্নাল এর উপদেষ্টা হিসেবে বুলেটিন২৪ ( Bulletin24.News) কে মানসম্পন্ন জায়গায় নিতে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে সবসময়ই পাশে থাকবে।
সৃষ্টি কর্তা আপনাকে আরো সম্মানিত করুক – এই প্রত্যাশা রইলো।